Use of have to has to with english bangla examples

 আমরা প্রায় প্রতিদিনই কিছু নিয়মিত বাধ্যবাধকতামূলক কাজ করে থাকি। কিন্তু জানোকি, কিভাবে এধরনের বাধ্যবাধকতামূলক কাজের কথা ইংরেজীতে বলা যায়? 

The use of have to has to
The use of have to has to

বর্তমানে কোন কাজের বাধ্যবাধকতা বুঝাতে Have to / Has to ব্যবহার করতে হয়। 

বাক্যের গঠন বা Structure:

Sub + have / has to + v1 + ....... .

Examples: সহজে বোঝার জন্যে নীচে  কিছু উদাহরন দেয়া হলোঃ

Now, I have to go now, mom is calling me.

এখন আমাকে যেতে হবে, মা আমাকে ডাকছেন।

I have to study tonight; I have a test tomorrow.

আজ রাতে আমাকে পড়তে হবে; কাল আমার পরীক্ষা।

I have to wake up early; I have class at 8 a.m.

আমাকে ভোরে উঠতে হবে; সকাল ৮টায় আমার ক্লাস আছে।

I have to help my mom; she’s working alone in the kitchen.

আমাকে মাকে সাহায্য করতে হবে; তিনি একা রান্নাঘরে কাজ করছেন।

I have to call him back; he gave me a missed call.

আমাকে তাকে ফোন দিতে হবে; সে আমাকে মিসড কল দিয়েছে।

I have to clean my room; it hasn’t been cleaned for days.

আমাকে আমার ঘর পরিষ্কার করতে হবে; অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি।

I have to learn English; it’s important for my future.

আমাকে ইংরেজি শিখতে হবে; এটা আমার ভবিষ্যতের জন্য জরুরি।

I have to be strong because I break down easily.

আমাকে শক্ত হতে হবে, কারণ আমি সহজেই ভেঙে পড়ি।

I have to go to the doctor; I’m feeling a little dizzy.

আমাকে ডাক্তারের কাছে যেতে হবে; আমি একটু মাথা ঘোরা অনুভব করছি।

I have to finish this work; the deadline is today.

আমাকে এই কাজ শেষ করতে হবে; আজই শেষ সময়।

I have to say sorry; I was a bit rude.

আমাকে দুঃখ প্রকাশ করতে হবে; আমি একটু অভদ্র ছিলাম।

I have to tell her the truth; lying isn’t right.

আমাকে তাকে সত্যি বলতে হবে; মিথ্যা বলা ঠিক নয়।

I have to take care of myself; my health is getting worse.

আমাকে নিজের যত্ন নিতে হবে; আমার শরীর খারাপের দিকে যাচ্ছে।

I have to wait here; she said she’ll be a bit late.

আমাকে এখানে অপেক্ষা করতে হবে; সে বলেছে সে একটু দেরি করবে।

I have to smile, even when life is hard.

জীবন কঠিন হলেও আমাকে হাসতে হবে।

Let's try together: এসো চেষ্টা করিঃ

Fill in the blanks with have to / has to:

I _________ go now.

She _________ finish her homework tonight.

We _________ leave before 8 a.m.

You _________ take your medicine on time.

He _________ meet the teacher today.

They _________ clean the room before guests arrive.

My brother _________ go to the dentist.

I _________ call my mom right now.

You _________ be careful while crossing the road.

The baby _________ sleep early.


Post a Comment (0)
Previous Post Next Post