আমরা প্রায় প্রতিদিনই কিছু নিয়মিত বাধ্যবাধকতামূলক কাজ করে থাকি। কিন্তু জানোকি, কিভাবে এধরনের বাধ্যবাধকতামূলক কাজের কথা ইংরেজীতে বলা যায়?
![]() |
The use of have to has to |
বর্তমানে কোন কাজের বাধ্যবাধকতা বুঝাতে Have to / Has to ব্যবহার করতে হয়।
বাক্যের গঠন বা Structure:
Sub + have / has to + v1 + ....... .
Examples: সহজে বোঝার জন্যে নীচে কিছু উদাহরন দেয়া হলোঃ
Now, I have to go now, mom is calling me.
এখন আমাকে যেতে হবে, মা আমাকে ডাকছেন।
I have to study tonight; I have a test tomorrow.
আজ রাতে আমাকে পড়তে হবে; কাল আমার পরীক্ষা।
I have to wake up early; I have class at 8 a.m.
আমাকে ভোরে উঠতে হবে; সকাল ৮টায় আমার ক্লাস আছে।
I have to help my mom; she’s working alone in the kitchen.
আমাকে মাকে সাহায্য করতে হবে; তিনি একা রান্নাঘরে কাজ করছেন।
I have to call him back; he gave me a missed call.
আমাকে তাকে ফোন দিতে হবে; সে আমাকে মিসড কল দিয়েছে।
I have to clean my room; it hasn’t been cleaned for days.
আমাকে আমার ঘর পরিষ্কার করতে হবে; অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি।
I have to learn English; it’s important for my future.
আমাকে ইংরেজি শিখতে হবে; এটা আমার ভবিষ্যতের জন্য জরুরি।
I have to be strong because I break down easily.
আমাকে শক্ত হতে হবে, কারণ আমি সহজেই ভেঙে পড়ি।
I have to go to the doctor; I’m feeling a little dizzy.
আমাকে ডাক্তারের কাছে যেতে হবে; আমি একটু মাথা ঘোরা অনুভব করছি।
I have to finish this work; the deadline is today.
আমাকে এই কাজ শেষ করতে হবে; আজই শেষ সময়।
I have to say sorry; I was a bit rude.
আমাকে দুঃখ প্রকাশ করতে হবে; আমি একটু অভদ্র ছিলাম।
I have to tell her the truth; lying isn’t right.
আমাকে তাকে সত্যি বলতে হবে; মিথ্যা বলা ঠিক নয়।
I have to take care of myself; my health is getting worse.
আমাকে নিজের যত্ন নিতে হবে; আমার শরীর খারাপের দিকে যাচ্ছে।
I have to wait here; she said she’ll be a bit late.
আমাকে এখানে অপেক্ষা করতে হবে; সে বলেছে সে একটু দেরি করবে।
I have to smile, even when life is hard.
জীবন কঠিন হলেও আমাকে হাসতে হবে।
Let's try together: এসো চেষ্টা করিঃ
Fill in the blanks with have to / has to:
I _________ go now.
She _________ finish her homework tonight.
We _________ leave before 8 a.m.
You _________ take your medicine on time.
He _________ meet the teacher today.
They _________ clean the room before guests arrive.
My brother _________ go to the dentist.
I _________ call my mom right now.
You _________ be careful while crossing the road.
The baby _________ sleep early.